ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ: “আমাকে বাঁচান, পুলিশ পাঠান!”

Oct 14, 2025 - 17:21
 0  2
ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ: “আমাকে বাঁচান, পুলিশ পাঠান!”

মেঘনাবার্তা প্রতিনিধি: “আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান...”— এমনই হৃদয়বিদারক আর্তনাদ শোনা গেছে ছোট পর্দার অভিনেত্রী সানজিদা রিন্টুর মুখে। রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে কাঁদতে কাঁদতে সাহায্য চান তিনি।

লাইভে দেখা যায়, রিন্টুর ঘরে ভাঙচুরের চিহ্ন— এখানে-সেখানে ছড়ানো ভাঙা কাঁচ, উল্টে থাকা জিনিসপত্র। পাশে বসা স্বামীকে দেখিয়ে তিনি বলেন, “গত মাসেই ও আমাকে ডিভোর্স দিয়েছে, তারপরও এই বাসায় আছে, আমাকে মারধর করছে। আমাকে মেরে ফেলবে! আমি ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে আছি।”

রিন্টুর অভিযোগ, তার স্বামী ও স্বামীর পরিবার তার আয়ের ওপর নির্ভরশীল। তিনি বলেন, “আমি ইনকাম করে আনব, আর ওরা খাবে— এটা মেনে নেওয়া যায় না। ওরা আমাকে নির্যাতন করে।”

লাইভ চলাকালীন তিনি নিজের হাতে দাগ দেখান এবং বলেন, “দেখেন, আমাকে মেরে কী করেছে!” তবে সেই দাগ স্পষ্টভাবে বোঝা যায়নি। একপর্যায়ে তার স্বামী ফোন কেড়ে নিয়ে লাইভটি বন্ধ করে দেন। পরে ভিডিওটি তার প্রোফাইল থেকেও মুছে ফেলা হয়।

উল্লেখ্য, সানজিদা রিন্টু টেলিভিশনের কয়েকটি নাটকে অভিনয় করলেও এখনো তেমনভাবে আলোচনায় আসেননি। তবে এই ঘটনার পর তাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

এমবি/এসআর