নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি এ আহ্বান জানান।

Oct 14, 2025 - 12:02
 0  2
নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি এ আহ্বান জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রায় এক ঘণ্টা ধরে ইসরাইলি পার্লামেন্টে বক্তব্য রাখেন। ভাষণে তিনি প্রেসিডেন্ট হারজগের উদ্দেশে বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগগুলো তেমন গুরুতর নয়, তাই তাকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনা করা উচিত।

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় অভিযোগ করা হয় যে, তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট ও শ্যাম্পেইনের মতো বিলাসপণ্য উপহার নিয়েছিলেন। তবে নেতানিয়াহু এসব অভিযোগ সব সময়ই অস্বীকার করে এসেছেন।

ইসরাইলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও বিশেষ পরিস্থিতিতে তিনি অপরাধীদের ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা রাখেন।

২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়, যা এখনো চলমান। গাজায় ইসরাইলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এ বিচারপ্রক্রিয়া একাধিকবার স্থগিত হয়েছে।

এর আগে, গত জুনেও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। তিনি এই মামলাগুলোকে দক্ষিণপন্থি নির্বাচিত নেতার বিরুদ্ধে বামপন্থীদের রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন।

এমবি এইচআর