গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মিসরের রিসোর্ট শহর শারম আল-শেখে সোমবার অনুষ্ঠিতব্য গাজা সম্মেলনে অংশ নিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধর্মীয় কারণে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে তার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তবে ইহুদি ধর্মীয় উৎসব সিমহাত তোরা একই সময়ে শুরু হওয়ায় নেতানিয়াহু অংশ নিতে পারছেন না। তিনি ট্রাম্পকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
জানা গেছে, সিমহাত তোরা উৎসব সোমবার সন্ধ্যায় শুরু হয়ে মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত চলবে।
এর আগে মিসরের প্রেসিডেন্সি জানায়, ট্রাম্প, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপের পরই তাকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
এমবি এইচআর