আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আ. লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে : রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে—এমন কথা বর্তমানে জনমুখে ছড়িয়ে পড়েছে এবং এটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Oct 11, 2025 - 21:57
 0  8
আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আ. লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে : রনি
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে—এমন কথা বর্তমানে জনমুখে ছড়িয়ে পড়েছে এবং এটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি এসব মন্তব্য করেন।

রনি বলেন, “কোনো বিষয় জনগণের মুখে-মুখে চলে এলে সেটি ঘটার সম্ভাবনা থাকে। মানুষের মুখে একসময় বলা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাবে, আওয়ামী লীগের পতন হবে—যা পরে বড় ধরনের আলোচনায় পরিণত হয়। ২০২২–২৩ সালে এ ধরনের কথাবার্তা এত বিস্তৃত হয়েছিল যে আওয়ামী লীগের নেতাদের বলতে হয়, ‘আমরা পালাই না, আমরা ভয় পাই না।’”

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের কথাবার্তা রাখছে—কেউ বলছেন ড. ইউনূস সরকার ভালো করতে পারবে না, কেউ বলছেন সরকার টিকবে না; আবার কেউ বলছেন নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টাকে আটক বা ফাঁসি দেওয়া হবে। রনি বলেন, “কিভাবে হবে, কবে হবে—এই প্রশ্নগুলো আমরা জানি না। আইনগতভাবে সম্ভব কি না—এসব আলোচনা তেমন হচ্ছে না; কিন্তু মানুষের মুখে মুখে যে কথা ফিরছে, তা ভয়ানক।”

রনি যোগ করেন, জনগণের মুখে যারা ফাঁসির তালিকায় উঠেছে—তাদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও পলকের নাম উঠছে। তবে তিনি বলেন, শাজাহান খান, দীপু মনি, কামরুল নাসেরর মতো অনেকে কারাগারে থাকলেও তাদের নাম তেমনভাবে আসছে না।

তিনি রাশেদ খান মেনন প্রসঙ্গে বলেন, “মেনন ভিন্ন একটি দলের প্রধান ছিলেন; ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন—এটা সত্য। তবু তিনি সবসময় বিরক্তিকর ছিলেন না, মাঝে মাঝে সত্য কথা বলতেন যা শেখ হাসিনার বিরুদ্ধে চলে যেত। ফাঁসির তালিকায় কেন তার নাম আসছে—আমি তা বুঝতে পারছি না। কিন্তু জনগণের মুখে এটি উল্লেখ করা হচ্ছে, এবং যদি এমন কিছু ঘটে তবে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।”

রনি আরও বলেন, দেশের ভবিষ্যত ও নির্বাচন প্রসঙ্গে জনমনে বিভক্ত মত আছে—একদল বলছে নির্বাচন হবে না, আরেকদল বলছে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের টার্গেট করে দ্রুত কোনো সিদ্ধান্ত কার্যকর করা বা ফাঁসির মতো আয়োজন সমাজে ভয় ও বিদ্বেষ সৃষ্টি করবে এবং এর পরিণতি ভাল হবে না।”

এমবি এইচআর