কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. গোলাপ রহমান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Oct 9, 2025 - 12:32
 0  2
কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. গোলাপ রহমান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বাড়ির পাশে দোকানে যাচ্ছিল। এ সময় তাকে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করেন গোলাপ রহমান। পরে ঘটনাটি জানাজানি হলে গোলাপের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আসামি গোলাপ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

এমবি/টিআই