বার্নিশ মিস্ত্রী লিটনের অত্যাচারে অতিষ্ঠ চাঁদপুরের জাফরাবাদবাসী
বার্নিশ মিস্ত্রী লিটনের অত্যাচারে অতিষ্ঠ চাঁদপুর শহরের ৩ নং ওয়ার্ড জাফরাবাদ এলাকার সাধারণ মানুষ।

নিজস্ব প্রতিবেদক: বার্নিশ মিস্ত্রী লিটনের অত্যাচারে অতিষ্ঠ চাঁদপুর শহরের ৩ নং ওয়ার্ড জাফরাবাদ এলাকার সাধারণ মানুষ। জানা যায়, তিনি চাঁদপুরে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৩ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। শহরের পুরাণবাজার এলাকায় এই যুবদল নেতার অত্যাচার দিনদিন বেড়েই চলেছে।
পুরাণবাজারে ৩নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকার মানুষদের কাছে খোঁজ নিয়ে জানা যায়, সে চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুসারি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত হাসিনা সরকারের পতনের পর ১২ মাসে এই লিটনের দ্বারা ১৩ টি জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। সে পুরাণবাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোড় করে চাঁদা আদায় করে।
আরো জানা যায়, পূর্ব জাফরাবাদ এলাকার বিল্লাল গাজী ও কাদের গাজী নামের দুইজন হোটেল ব্যবসায়ীর হোটেলের সাটাঁরে তালা দিয়ে ঐ ভুক্তভোগিদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে।
এলাকারবাসীর দাবি, এই সন্ত্রাসী লিটন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজনৈতিক পাওয়ার দেখিয়ে এলাকায় অনেক অত্যাচার, রাহাজানি, লুটপাট, জায়গা দখল হতে শুরু এহেন কোন অপরাধ নাই যে সে করে নাই।
পূর্ব জাফরাবাদ এলাকার মানুষকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে বার্নিশ মিস্ত্রী লিটনের বিরুদ্ধে।
পূর্ব জাফরাবাদ এলাকাবাসী বলেন, প্রশাসনের নাকের ডগায় থেকে এই লিটন যত প্রকার অপরাধ সংগঠিত করে যাচ্ছে। তারা এই অত্যাচার অবিচার থেকে পরিত্রাণ চায়, তারা প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন, এই সন্ত্রাসী লিটনের বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং তাকে বিচারের মুখোমুখি করা হয়।