‘চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করলেন বিএনপির দুই নেতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে।

Oct 15, 2025 - 18:27
 0  2
‘চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করলেন বিএনপির দুই নেতা

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এবং মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে মানববন্ধন করেন।

অভিযুক্ত দুই ব্যক্তি হলেন মো. নুরুজ্জামান বেপারী ও আশিকুর রহমান। নুরুজ্জামান নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আশিকুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সদস্য। তাঁদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে।

লিখিত অভিযোগে স্থানীয় বাসিন্দা স্বপন প্রধান জানান, প্রায় ১৫ বছর ধরে নারায়ণপুর থেকে সারপাড় গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশপাশের মানুষ চলাচল করছেন। গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর গ্রামবাসীর কাছ থেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা নারায়ণপুর-সারপাড় সড়কে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন, ফলে এলাকাবাসী উপজেলা সদর ও আশপাশে যেতে পারছেন না।

স্বপন প্রধান আরও অভিযোগ করেন, গত বছরও ওই দুই নেতা গ্রামবাসীর কাছ থেকে জোর করে ৩০ হাজার টাকা আদায় করেছিলেন। এবার টাকা না দেওয়ায় তাঁকেসহ গ্রামের লোকজনকে নানা হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে নুরুজ্জামান বেপারী ও আশিকুর রহমান বলেন, “আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি। কৌশলগত কারণে রাস্তা বন্ধ করেছি।” তবে কৌশলের বিষয়টি স্পষ্ট করতে পারেননি তাঁরা।

রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সারপাড় গ্রামে মানববন্ধন হয়। বক্তারা দ্রুত রাস্তা খুলে দেওয়ার দাবি জানান এবং ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মতলব দক্ষিণের ইউএনও আমজাদ হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। সমস্যাটি সমাধানের জন্য দুই পক্ষকে আজ (বুধবার) বিকেলে কার্যালয়ে ডেকেছি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”

এমবি/টিআই