বিচ্ছেদের পর আবার একসঙ্গে প্রাক্তন স্বামীর সঙ্গে ছবি পোস্ট মাহির; নেটদুনিয়ায় নতুন আলোচনা

মেঘনাবার্তা প্রতিনিধি: বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকে দুজনকে আর কখনও একসঙ্গে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই মাহি তার ফেসবুক প্রোফাইল ও পেজে রাকিব ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তৈরি করেছেন চমক।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, “মাশআল্লাহ”—সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
অদ্ভুত ব্যাপার হলো, একই ছবি প্রায় এক ঘণ্টা আগে পোস্ট করেছেন রাকিব সরকারও। এতে নেটিজেনদের মনে জন্মেছে নতুন প্রশ্ন—তাহলে কি আবার এক হচ্ছেন মাহি–রাকিব?
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারা হয়তো নতুনভাবে সম্পর্কটিকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, আসলে তারা পুরোপুরি আলাদা হননি; বরং সম্পর্কের মধ্যে সাময়িক দূরত্বই তৈরি হয়েছিল।
ভক্তদের মন্তব্যেও প্রকাশ পেয়েছে আশা—“আবার আগের মতো হোক সব।” তবে মাহি বা রাকিব—দুজনের কেউই এখনও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
বর্তমানে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আর রাকিবের অবস্থান কোথায়, তা স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের এই হঠাৎ ঘনিষ্ঠতা নেটদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এমবি/এসআর