১৭ সেকেন্ড, নিঃশ্বাস বন্ধ করে ‘পারফেক্ট শট’ নিলেন সামিরা খান মাহি

মেঘনাবার্তা প্রতিনিধি: কাজের ফাঁকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে সুইমিংপুলের নিচে তোলা ১৭ সেকেন্ডের একটি রোমাঞ্চকর ভিডিও পোস্ট করেছেন মাহি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন—“একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?”
তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্য ধারণে বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে।
নেটিজেনদের ধারণা, ভিডিওটি হয়তো কোনো ফটোশুট বা নাটকের দৃশ্যধারণের সময় করা হয়েছে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আর কমেন্ট বক্সে ভক্তদের প্রতিক্রিয়াও জমতে শুরু করে।
একজন লিখেছেন, “পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।” অনেকেই মাহির এই সাহসী প্রচেষ্টার প্রশংসা করে শুভকামনাও জানিয়েছেন।
সামিরা খান মাহির এই নতুন পোস্ট সোশ্যাল মিডিয়ায় এনে দিয়েছে নতুন আলোচনার ঢেউ।
এমবি/এসআর