বাবা-মায়ের ভরণপোষণ দেন না ভাইরাল রিপন মিয়া

Oct 14, 2025 - 18:52
 0  3
বাবা-মায়ের ভরণপোষণ দেন না ভাইরাল রিপন মিয়া

মেঘনাবার্তা প্রতিনিধি: দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছেন। মা-বাবা অভিযোগ করেছেন, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পর এখন রিপন তাদের গরিব পরিচয় প্রকাশ করতে লজ্জা পান।

মা জানিয়েছেন, “খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে ওর মান-সম্মান নষ্ট হতে পারে।” রিপন তাদের দ্বারা পারিবারিকভাবে বিয়ে করা এবং তার এক ছেলে ও এক মেয়ে আছে, তবে রিপন তা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী।

রিপনের মা চাপা কষ্টের মধ্যেও বলেন, “আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে। আরো বড় হোক, দোয়া করি।” বাবা জানান, শুরুতে রিপন তার সঙ্গে ভিডিও বানাত, পরে অন্য কারো সঙ্গে কাজ শুরু করে এবং এখন পরিবারের সঙ্গে সম্পর্ক কমে গেছে। ভরণপোষণ দেন না, তবে খোঁজখবর নেন।

এদিকে রিপন মিয়া ফেসবুকে অভিযোগ করেছেন, অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়।

পরিবারের সাথে সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য বিবৃতি এড়িয়ে চলছেন রিপন। সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, “আমি ইন্টারভিউ দিই না। সহজ কথা আপনি বুঝেন না কেন?”

এমবি/এসআর