টাইফুন রাগাসা: বিপর্যস্ত হংকং-তাইওয়ান, অন্তত ১৭ জন নিহত

সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে যেন বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে চীনের প্রশাসনিক এলাকা হংকং। প্রচণ্ড ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি আর উঁচু ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঝড়ো বাতাসের তাণ্ডবে একটি লেকের বাঁধ ভেঙে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত ১৫ জনের।

Sep 24, 2025 - 18:14
 0  2
টাইফুন রাগাসা: বিপর্যস্ত হংকং-তাইওয়ান, অন্তত ১৭ জন নিহত
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে যেন বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে চীনের প্রশাসনিক এলাকা হংকং। প্রচণ্ড ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি আর উঁচু ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঝড়ো বাতাসের তাণ্ডবে একটি লেকের বাঁধ ভেঙে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত ১৫ জনের। 

বুধবার দুপুরের পর ঝড়টি আঘাত হানতে পারে চীনের দক্ষিণাঞ্চলে। দেশটির আবহাওয়াবিদরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। তাদের শঙ্কা এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অতিবৃষ্টি হতে পারে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ লাখ মানুষকে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হংকংয়ে অসংখ্য গাছ সড়কের ওপর পড়ে আছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলোচ্ছ্বাসের আঘাতে একটি অভিজাত হোটেলের কাচের দরজা ভেঙে ভেতরে পানি ঢুকেছে। শহরে জারি হয়েছে টাইফুনের সর্বোচ্চ সতর্কতা। ক্যাসিনো হাব হিসেবে পরিচিত ম্যাকাওয়ে বন্যার মতো পানি জমেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে নিচু এলাকায়। 

সড়কে কাদায় আটকে গেছে গাড়ি। বুধবার তাইওয়ানে। ছবি: এএফপি

সড়কে কাদায় আটকে গেছে গাড়ি। বুধবার তাইওয়ানে। ছবি: এএফপি

বিবিসি জানিয়েছে, ঝড়ের আঘাতে তাইওয়ানে কয়েক দশকের পুরনো একটি লেকের বাঁধ ভেঙে যায়। এতে ১৫ জন মারা গেছেন, আহত হয়েছেন ১৮ জন। নিখোঁজের সংখ্যা ১২৪। ঝড়ের প্রভাব দেখা গেছে ফিলিপাইনসের উত্তরাঞ্চলেও। সেখানে মারা গেছেন দুজন।

চীনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দুপুর থেকে রাতের মধ্যে টাইফুন রাগাসা দেশটির ওয়াংডং প্রদেশের ঝুহাই ও ঝানজিয়াংয়ের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় অন্তত ১০টি শহরের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এমবি এইচআর