বিদ্যুতায়িত হয়ে খুঁটির মাথায় আটকে ছিলেন পল্লী বিদ্যুতের কর্মী

Sep 22, 2025 - 16:44
 0  2
বিদ্যুতায়িত হয়ে খুঁটির মাথায় আটকে ছিলেন পল্লী বিদ্যুতের কর্মী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশ বিদ্যুতায়িত হয়ে আটকে থাকা এক পল্লী বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীর ৩ নম্বর গেট সংলগ্ন একটি খুঁটি থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে কাজ করতে গিয়ে ওই খুঁটিতে ওঠেন পল্লী বিদ্যুৎ কর্মী মোহাম্মদ হাকিম (৪০)। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এতে তিনি খুঁটির উপর আটকে থাকেন। সকাল ১০টা ২০ মিনিটের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চামড়া শিল্প নগরী ফায়ার স্টেশনের কর্মীরা। দুটি ইউনিটের ২০ মিনিটের প্রচেষ্টায় তারা আহত অবস্থায় মোহাম্মদ হাকিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একজন পল্লীবিদ্যুৎ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় বিদ্যুতের খুঁটির উপরে আটকে থাকে। খবর পেয়ে  চামড়া শিল্পনগরী ফায়ার স্টেশন আহত ব্যক্তিকে উদ্ধার করে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।

এমবি/এসআর