রহস্যময় নলকূপ থেকে ২৪ ঘণ্টা ঝরছে পানি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট গ্রাম ভাবেরমুড়া।

Sep 13, 2025 - 17:04
 0  2
রহস্যময় নলকূপ থেকে ২৪ ঘণ্টা ঝরছে পানি

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট গ্রাম ভাবেরমুড়া। শত বছরের প্রাচীন পাক দরবার শরিফ মাজারকে কেন্দ্র করে এ গ্রামটি দীর্ঘদিন ধরে ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনায় মুখর। তবে গ্রামটির পরিচিতি শুধু মাজারকেন্দ্রিক নয়; এখানে রয়েছে এক অলৌকিক নলকূপ।

যার পানি ঝরছে অবিরাম ২৪ ঘণ্টা ধরে। এ দৃশ্য আশপাশের মানুষের কাছে এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। কেউ একে বলছেন ‘অলৌকিক ঘটনা’, আবার কেউ মনে করছেন এটি আল্লাহর বিশেষ রহমত।

প্রায় দুই যুগ আগে ভাবেরমুড়ায় দেখা দিয়েছিল পানির তীব্র সংকট। তখন পাক দরবার শরিফের পাশেই বসানো হয় একটি নলকূপ। অবাক করার মতো ঘটনা ঘটল এর পরই নলকূপ স্থাপনের প্রথম দিন থেকেই একটানা পানি ঝরতে শুরু করে এবং আজও তা বন্ধ হয়নি। অন্য নলকূপের মতো হাতল চাপতে হয় না, কোনো চাপ প্রয়োগ ছাড়াই দিন-রাত টলমল করে ঝরছে বিশুদ্ধ পানি।

এই নলকূপ এখন কেবল ভাবেরমুড়ার মানুষের জীবনরক্ষার উৎস্য নয়, আশপাশের আরও পাঁচ-ছয়টি গ্রামের মানুষ প্রতিদিন এখানে এসে পানি সংগ্রহ করছেন। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও অনেকে আসেন শুধু এই নলকূপের পানি নেওয়ার জন্য। কেউ আনেন খাবার পানির জন্য, কেউ অজু বা ধর্মীয় কাজে ব্যবহার করেন, আবার অনেকে বিশ্বাসের টানে এই পানি পান করেন আরোগ্যের আশায়।

এমবি/টিআই