রাবি উপ-উপাচার্য অবরুদ্ধ, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তার ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে।
এ সময় জুবেরী ভবনে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনকে অবরুদ্ধ করে স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদসহ শিক্ষক-কর্মকর্তারা জুবেরী ভবনে অবরুদ্ধ হয়ে আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলে শিক্ষার্থীরা তাঁর গাড়ি আটকে দিয়ে ‘শিক্ষা-ভিক্ষা একসাথে চলে না’ স্লোগান দিতে থাকেন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে গাড়ির ওপর টাকা ছুড়ে মারেন।
পরে উপ-উপাচার্য প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে সঙ্গে নিয়ে বাসভবনের দিকে রওনা দেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে অনুসরণ করে বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।
এ সময় উপ-উপাচার্য, প্রক্টরসহ আরো কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে জুবেরী ভবনের দ্বিতীয় তলায় যাওয়ার সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।
ঘটনার একপর্যায়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে আসেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা এসে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা উপ-উপাচার্য স্যারকে অবরুদ্ধ করে তাঁর বাসায় তালা ঝুলিয়ে দেয়।