রাবি উপ-উপাচার্য অবরুদ্ধ, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

Sep 20, 2025 - 19:47
 0  2
রাবি উপ-উপাচার্য অবরুদ্ধ, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তার ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে।

এ সময় জুবেরী ভবনে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনকে অবরুদ্ধ করে স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদসহ শিক্ষক-কর্মকর্তারা জুবেরী ভবনে অবরুদ্ধ হয়ে আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলে শিক্ষার্থীরা তাঁর গাড়ি আটকে দিয়ে ‘শিক্ষা-ভিক্ষা একসাথে চলে না’ স্লোগান দিতে থাকেন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে গাড়ির ওপর টাকা ছুড়ে মারেন।

পরে উপ-উপাচার্য প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে সঙ্গে নিয়ে বাসভবনের দিকে রওনা দেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে অনুসরণ করে বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।

বাধ্য হয়ে তিনি আবার ফিরে আসেন এবং জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আশ্রয় নেন। সেখানেও শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে ভিড় করেন।

এ সময় উপ-উপাচার্য, প্রক্টরসহ আরো কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে জুবেরী ভবনের দ্বিতীয় তলায় যাওয়ার সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তখন শিক্ষার্থীদের সঙ্গে তাঁদেরও বাগবিতণ্ডা হয়।

ঘটনার একপর্যায়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে আসেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা এসে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা উপ-উপাচার্য স্যারকে অবরুদ্ধ করে তাঁর বাসায় তালা ঝুলিয়ে দেয়।

পরে আমরা জুবেরী ভবনের লাউঞ্জে বসি। সেখানে শিক্ষার্থীরা আবারও আমাদের বাধা দেয়। আমরা ফিরে গিয়ে পুনরায় আসার পর ভবনে ঢোকার চেষ্টা করলে তারা আবারও বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।’ ধাক্কাধাক্কির মধ্যে তার ঘড়ি ও অর্থ কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
এমবি/এসআর