হানি ট্র্যাপ ও চাঁদাবাজি মামলায় লায়লা-মামুন গ্রুপের লিডার তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মির্জাগঞ্জে হানি ট্র্যাপ ও চাঁদা দাবির মামলায় মোছা. ফারজানা বেগম (২৪) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফারজানা বেগম দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বয়স্ক ও আর্থিকভাবে সচ্ছল পুরুষদের টার্গেট করে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ফেলতেন। পরে ব্ল্যাকমেইল ও হানি ট্র্যাপের ফাঁদে ফেলে নিয়মিত অর্থ আদায় করাই ছিল তার কৌশল। ভুক্তভোগীদের ‘সুগার ড্যাডি’ বানিয়ে চাঁদাবাজি চালানোই ছিল মূল উদ্দেশ্য।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে বাদী মো. আশ্রাফ আলী হাওলাদারের কাছ থেকে নেয়া চাঁদাবাজির পাঁচ হাজার টাকা এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বয়স্ক ও বিত্তবানদের টার্গেট করে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়াই ছিল তাদের কাজ। লায়লা-মামুন গ্রুপের লিডার ফারজানা বেগমের বিরুদ্ধে ভুক্তভোগীর লিখিত অভিযোগ তদন্তে প্রতারণা ও চাঁদাবাজির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তার সহযোগীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত।
এমবি/এসআর