‘তুমি জিতেছ’ ফারিয়াকে বললেন পিয়া

Sep 21, 2025 - 18:32
 0  2
‘তুমি জিতেছ’ ফারিয়াকে বললেন পিয়া

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী শবনম ফারিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পারিবারিকভাবে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। খবর প্রকাশ্যে আসতেই ফারিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন কাছের মানুষ থেকে শুরু করে ভক্তরা।

শুভেচ্ছাদাতাদের মধ্যে অন্যতম অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল। ফারিয়ার সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম।’

শুধু শুভেচ্ছাই নয়, ফারিয়া ও তার স্বামী তানজিমের প্রতি মুগ্ধতাও প্রকাশ করেছেন পিয়া। নিজের পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’

পিয়া আরও যোগ করেন, ‘আমার কাছে ভালোবাসা মানেই সম্মান। আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছ তানজিমকে পেয়ে। তোমাদের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখ।’

এমবি/এসআর