হালান্ডের জোড়া গোলে ডার্বিতে জিতল ম্যানচেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার সিটি আবারও প্রমাণ করল কেন তারা প্রিমিয়ার লিগের বর্তমান শক্তিশালী দল। রবিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের জয়ে জোড়া গোল করে মূল নায়ক আর্লিং হালান্ড।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সিটি।
দ্বিতীয়ার্ধে ভয়ংকর রূপে দেখা দেন হালান্ড। ৫৩তম মিনিটে ডকুর পাস থেকে চিপ শটে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
এই জয়ে ২ জয় ২ হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অন্যদিকে হারের ফলে মৌসুমের শুরুটা আরও হতাশাজনক হয়ে উঠল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।
এমবি/এসআর