লক্ষ্মীপুরে চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সানোয়ার হোসেন (২৯) নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের মা হাসিনা বেগম (৪৫), প্রতিবন্ধী ছোট ভাই আরিফ হোসেন গুরুতর আহত হন।

নিজস্ব প্রতিবেদক: শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতি বাড়তে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কামালের ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত সানোয়ার কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের আমির।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কামাল ও তার ভাতিজা সানোয়ারদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এবিরোধের জের ধরে বাড়ির পুকুরঘাটে গেলে ছানোয়ারদের ওপর হামলা চালায় কামাল ও তার লোকজন। এসময় ধারালো শাবল দিয়ে কামাল তার ভাতিজা ছানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্নী বলেন, ‘জায়গা-জমি নিয়ে চাচা কামাল হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে আমার স্বামী ছানোয়ার কে বাড়িতে একা পেয়ে কামাল হোসেন ও তার ছেলে রাহাদসহ কয়েকজন মিলে তার ওপর হামলা করে। এসময় চাচা কামাল শাবল দিয়ে মাথায় আঘাত করলে আমার স্বামী মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আহত হাসিনা বেগম হাসপাতালে গণমাধ্যমকে বলেন, ‘কামাল ও তার ছেলেরা প্রায়ই আমাদের ওপর হামলা করে। এবার আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।’