তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম! অতীত প্রসঙ্গে যা বললেন দীঘি

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকী অনেকে এটাও ধরে নিয়েছিলেন যে আফ্রিদি আর দীঘি হয়তো বিয়েও করবেন! তবে বরাবরই দুজনে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্বের বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল, আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন। পারিবারিকভাবে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি গ্রেপ্তার রয়েছেন আফ্রিদি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পরই ব্যাপক আলোচনায় উঠে আসে তার নাম। সেই সঙ্গে অনেক ধরনের অভিযোগও উঠে আসতে শুরু করে এই তারকার নামে। এবার আফ্রিদির বিষয়ে স্পষ্টভাবে কথা বললেন চিত্রনায়িকা দীঘি।
আফ্রিদির সঙ্গে কিভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম।
তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতো, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল শোবিজে।