মেয়েরা শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে: নায়লা নাঈম

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম এখন আলো ঝলমলে দুনিয়ায় তেমন দেখা দেন না, তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। নিয়মিত নিজের ফেসবুক হ্যান্ডেলে মতামত প্রকাশ করছেন। তেমনই নারীদের বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ের পার্থক্য তুলে ধরলেন, রাখলেন প্রশ্ন।
শনিবার রাতে এক ফেসবুক পোস্টে নায়লা নাঈম লিখেছেন, মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে এবং বাচ্চা জন্ম দিয়ে সে বাচ্চাকে বড় করতে গিয়ে।
তিনি বলেন, কিন্তু পুরুষ তো পড়ে থাকে সুঠাম গড়নের সুন্দরী মেয়েদের পেছনে! দোষটা তাহলে কার? সেই নারীর? যে সৌন্দর্য হারিয়ে ফেলে সংসার করতে গিয়ে এবং বাচ্চা লালন পালন করতে গিয়ে?নাকি সেই পুরুষের যার নজর সব সময়ই বাঁকা?
নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন।
বিজ্ঞাপন, গানের মডেল নাটক—সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের।