চাঁদপুরে বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা, অভিযোগ নিজ দলের বিরুদ্ধেই
চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আজম খান জানান, একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা ভাঙচুর করে বাড়ির ভেতরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
তবে হামলার পেছনে জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। জড়িতদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তিনি।
তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই চাঁদপুরে উনার বিরুদ্ধে বিএনপির একটি সন্ত্রাসীবাহিনী কাজ করছে, আর এই সন্ত্রাসীবাহিনীকে মদদ দিচ্ছেন চাঁদপুরের বিএনপির এক শীর্ষ নেতা। আজম খান বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্যই সন্ত্রাসীবাহিনী দ্বারা বারবার আমি নির্যাতিত হচ্ছি।
জানা যায়, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও একই আসনের অপর মনোনয়নপ্রত্যাশী জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের অনুসারীগণ—জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সোহাগের নেতৃত্বে আনুমানিক ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ উপস্থিত হয়ে স্লোগান প্রদান, অশালীন ভাষায় গালাগাল, বাসার দরজা-জানালা ভাঙচুর এবং নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
এমবি এইচআর