কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তিনটি মামলায় এক হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে।

Sep 7, 2025 - 20:35
 0  2
কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তিনটি মামলায় এক হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে। 

রোববার দুপুরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পোর্ট কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল আওয়ামী লীগ-ছাত্রদল নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও এক হাজার জনকে। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন (৪৩)। আসামিদের মধ্যে আরও রয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি হুমায়রা, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান, যুবদল নেতা হারুন রশিদ উল্লেখযোগ্য।

ওসি ইলিয়াস খান বলেন, বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পঞ্চম দিন শুক্রবার সকাল থেকে নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়ার অংশে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল বিআইডব্লিউটিএসহ প্রশাসনের। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা ওই এলাকায় গেলেও বেশি দূর যেতে পারেননি। এর আগেই সকালে শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেন শত শত জনতা। 

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কে ঠেলাগাড়ি ফেলে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। এ সময় উচ্ছেদ কার্যক্রমে ব্যবহৃত বুলডোজার ভাঙচুরের পাশাপাশি অভিযানে থাকা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কর্মীদের বাধা ও হামলার চেষ্টা করা হয়।

ওসি ইলিয়াস আরও বলেন, এ ঘটনায় রোববার দুপুরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ এজাহারটি নথিভুক্ত করেছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরদিন ৩ সেপ্টেম্বর এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এমবি এইচআর