সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে ভাঙার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার চান্দুরা এলাকায় উপজেলার শত শত লোক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে ভাঙার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার চান্দুরা এলাকায় উপজেলার শত শত লোক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
অবরোধের ফলে বেলা ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়কের দুই পাশে পাঁচ কিলোমিটারের বেশি অংশজুড়ে যানজট সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়নগর উপজেলার চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে জেলার সরাইল-আশুগঞ্জ আসনের সঙ্গে যুক্ত করে সম্প্রতি খসড়া আসন বিন্যাস প্রকাশ করে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ইমাম হোসেন বলেন, আমরা অখণ্ড বিজয়নগর চাই।