অনেকেই চান আমি তাদের চুমু খাই : অহনা দত্ত

জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। স্পষ্ট কথা বলার অভ্যাসটা অনেক আগে থেকেই। সদ্যই মা হয়েছেন এ অভিনেত্রী। কোলজুড়ে এসেছে কন্যা সন্তান।

Sep 7, 2025 - 19:50
 0  3
অনেকেই চান আমি তাদের চুমু খাই : অহনা দত্ত
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। স্পষ্ট কথা বলার অভ্যাসটা অনেক আগে থেকেই। সদ্যই মা হয়েছেন এ অভিনেত্রী। কোলজুড়ে এসেছে কন্যা সন্তান।

মেয়ের কিসে ভালো হবে কী করলে খারাপ সেইসব এখন অহনার কাছে সবথেকে বেশি গুরুত্ব পায়। আর তাই মেয়েকে আদর করা, ভালোবাসা প্রসঙ্গে যখন নেটিজেনরা নানা মন্তব্য করেন, তখন বেশ কষ্ট করেই হজম করেন অভিনেত্রী। তবে এবার রীতিমতো মেজাজ হারালেন অহনা।

শনিবার মেজাজ বিগড়েছে অভিনেত্রী অহনা দত্তের।

ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। ভিডিও বার্তায় খুব বিরক্তির সঙ্গে বলেছেন, “ও আমার। ওকে চুমু খাব। দরকারে মারবোও।
সব করতে পারি ওকে। কারণ, ও শুধুই আমার!”

জানা গেছে, অভিনেত্রী এখন বিজ্ঞাপনী শুটিংয়ের কারণে শান্তিপুরে। সেখান থেকেই ফোনে জবাব দিলেন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “সবটাই আমার মেয়েকে নিয়ে। ওকে কেন এত হামি খাই, চেপে চেপে ধরি— সব কিছু নিয়েই সকলের সমস্যা। তারা সে সব কথা সামাজিক মাধ্যমে লেখেনও।

অনেক দিন ধরেই বিরক্তি চেপে রেখেছিলাম। শেষে বলেই ফেললাম।” 

এই অনুভূতি থেকেই তাঁর মত, মা তাঁর সন্তানের সঙ্গে যা খুশি করতে পারেন। এই নিয়ে কারও মতামত দেওয়ার কিছু নেই। তার পরেই রসিকতা করে বললেন, “শুনেছি, অনেকেই চান আমি তাঁদের চুমু খাই! সেই ইচ্ছা পূরণ না করে শুধু মেয়েকেই চুমু খাচ্ছি। হয়তো তাঁরা সেটা হজম করতে পারছেন না।” 

এই তালিকায় কারা আছেন? অহনা জানালেন, তাঁর পোষ্যরাই নাকি তার মেয়েকে হিংসা করছে! তিনি সারাক্ষণ মেয়েকে নিয়ে মেতে আছেন বলে। একটু থেমে লম্বা শ্বাস নিয়ে বললেন, “আসলে আমার তো কোনো বন্ধু নেই। তাই মেয়েকেই আঁকড়ে ধরেছি। ওর বাবা আর ও—এদেরই নিজের মনে করি। বন্ধু ভাবতে চাই। তাই হয়তো ওদের উপরে একটু বেশিই অধিকারবোধ আমার।”

সন্তান জন্মদানের পর থেকেই সন্তানকে নিয়েই ব্যস্ত জগত অহনার। ধারাবাহিকে ফেরার কথা কবে ভাবছেন, এমন প্রশ্নে কিছুদিন আগে অভিনেত্রী জবাব দিয়েছিলেন, ‘আগে জীবনটা ধারায় আসুক! এখনই ভাবছি না। আগেই ভেবেছিলাম ছ'টা মাস যাক। মেয়ে একটু বড় হোক, তারপর অবশ্যই ভাবব। যদিও ভাল চরিত্রের সুযোগ এলে কিছুতেই হাতছাড়া করব না। কারণ, আমার পরিচয় একজন অভিনেত্রীও।’

এমবি এইচআর