শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

Aug 29, 2025 - 15:09
 0  3
শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

নিজস্ব প্রতিবেদক: বলিউডের বহুল আলোচিত ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েলের শুটিং সেট পরিণত হলো রণক্ষেত্রে। ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার বাইরেই ঘটল একের পর এক নাটকীয় ঘটনা। কখনো নায়ক আয়ুষ্মান খুরানা ও নায়িকা সারা আলি খানের উত্তপ্ত বাগবিতণ্ডা, আবার কখনো স্থানীয়দের সঙ্গে হাতাহাতি—সব মিলিয়ে শুটিং সেটে নামল বিশৃঙ্খলার ছায়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে আসা স্থানীয়দের সঙ্গে পরিচালক মুদাসসার আজিজ ও কলাকুশলীদের বাগবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। কলার ধরা, চুল টানাহেঁচড়া সবই ধরা পড়ে ক্যামেরায়। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এগিয়ে আসেন পুলিশ ও আশপাশের মানুষ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরেই আয়ুষ্মান-সারার মধ্যে শুরু হয় ঝগড়া। আয়ুষ্মানের তীক্ষ্ণ জবাবে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা আলি খান। তবে এই দৃশ্য সত্যি কোনো ব্যক্তিগত ঝগড়া, নাকি আসলে সিনেমারই কোনো দৃশ্য, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর জল্পনা।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির নতুন সিক্যুয়েলে আয়ুষ্মান-সারার পাশাপাশি আছেন ওয়ামিকা গাব্বি। কিন্তু অনভিপ্রেত এই ঘটনার পরও এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমবি/এসআর