রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃ/ত্যু

Oct 15, 2025 - 11:42
 0  2
রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃ/ত্যু

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে মঙ্গলবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাসে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে পুরো বাস পুড়ে যায়।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে বাসটি জয়সালমের থেকে ছাড়ার পর পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত রাস্তার পাশে থামালেও অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন। প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। জানা গেছে, মাত্র পাঁচ দিন আগেই বাসটি কেনা হয়েছিল।

দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য জয়সালমের থেকে জোধপুরে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ‘গ্রিন করিডোর’ তৈরি করেছে।

জেলা কালেক্টর প্রতাপ সিং জানিয়েছেন, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকজনের মরদেহ শনাক্ত করা কঠিন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি, আর আহতদের ৫০ হাজার রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন।

এমবি/এসআর