২০০ রানের ব্যবধানে পরাজিত; হোয়াইটওয়াশের লজ্জা বরণ করল লাল-সবুজরা

মেঘনাবার্তা স্পোর্টস ডেস্ক: আবুধাবির মরুভূমিতে শেষ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করল লাল-সবুজরা।
২৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭.১ ওভারেই অলআউট বাংলাদেশ—স্কোরবোর্ডে লজ্জাজনক ৯৩ রান। আগের ম্যাচে ১০৯ রানে থেমেছিল দল, এবার সেটিও পারল না।
ব্যাট হাতে একমাত্র লড়াই করেছেন সাইফ হাসান—৫৪ বলে ৪৩ রান (৩ ছক্কা, ২ চার)। বাকিদের ব্যাট যেন ছিল নিস্তব্ধ। মোহাম্মদ নাঈম (৭), শান্ত (৩), হৃদয় (৭), মিরাজ (৬), সোহান (৪) কেউই দাঁড়াতে পারেননি আফগান বোলারদের সামনে।
আফগানিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ বিলাল সামি, মাত্র ৩৩ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। রশিদ খান ১২ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন আগের মতোই বিধ্বংসী।
এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান তোলে ২৯৩/৯। ইব্রাহিম জাদরান করেন ৯৫ রান, আর শেষ দিকে মোহাম্মদ নবীর ৩৭ বলে অপরাজিত ৬২ রান দলকে বড় সংগ্রহ এনে দেয়। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সাইফ হাসান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ পান ২টি করে উইকেট।
এই জয়ে আফগানিস্তান পেয়েছে তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয় (২০০ রান)—বাংলাদেশের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয়।
একই সঙ্গে এটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় সিরিজ পরাজয়। ব্যাটিং বিপর্যয়, আত্মবিশ্বাসের অভাব আর কৌশলগত দুর্বলতা—সব মিলিয়ে সিরিজজুড়ে বাংলাদেশ দল ছিল সম্পূর্ণ বিবর্ণ।
এমবি/এসআর