৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ভোট উৎসব

৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যে চলছে ভোটগ্রহণ।

Oct 15, 2025 - 12:46
 0  2
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ভোট উৎসব
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যে চলছে ভোটগ্রহণ। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস, আগ্রহ ও অংশগ্রহণের প্রাণচাঞ্চল্য।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হলে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। আইটি অনুষদ থেকে প্রকৌশল অনুষদ পর্যন্ত সব কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন সারিবদ্ধভাবে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত, অন্যদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

১৯৯০ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব ও গণতান্ত্রিক চর্চার নতুন প্রাণ ফিরে এসেছে। শিক্ষার্থীদের মতে, এই নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন হিসেবে স্থান করে নেবে।

এমবি এইচআর