ঢাকার এই সাত এলাকায় বায়ুদূষণ অনেক বেশি

বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে আজ বুধবার সকালে ঢাকার অবস্থান তৃতীয়, বায়ুদূষণের দিক থেকে।

Oct 15, 2025 - 11:34
 0  2
ঢাকার এই সাত এলাকায় বায়ুদূষণ অনেক বেশি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে আজ বুধবার সকালে ঢাকার অবস্থান তৃতীয়, বায়ুদূষণের দিক থেকে। সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, রাজধানী ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের প্রতিবেদনে দেখা যায়, আজ বায়ুদূষণের শীর্ষে আছে পাকিস্তানের লাহোর (স্কোর ২৪৬) এবং দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি (স্কোর ২১০)।

বায়ুদূষণের মাত্রা নির্ধারণে এই প্রতিষ্ঠান প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান বিশ্লেষণ করে। তাদের সূচক অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোর মানে বাতাসের মান “অস্বাস্থ্যকর”—যেখানে সাধারণ মানুষও ক্ষতির ঝুঁকিতে থাকে, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের রোগীরা।

চলতি অক্টোবর মাসের শুরু থেকেই ঢাকার বাতাসের মান ক্রমেই খারাপ হচ্ছে। যদিও সেপ্টেম্বরে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছিল, যা সাময়িকভাবে দূষণ কমায়, তবুও বৃষ্টির পরের দিনগুলোতে আবারও সূচক বেড়ে যায়।

আজ নগরীর সাতটি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি, সেগুলো হলো—
মিরপুর ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও গোড়ান।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাতাসের গতি কমে যাওয়ায় ধুলা, ধোঁয়া ও ধোঁয়াজনিত কণাগুলো বাতাসে থেকে যায়, ফলে দূষণ আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

— এমবি/টিআই