ইসরায়েলের আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস
হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় মরদেহগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় মরদেহগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
এর আগে সোমবার হামাস ২০ জীবিত ও ৪ মৃত জিম্মিকে ফিরিয়ে দেয়। সর্বশেষ চার মরদেহ পাওয়ার পর ইসরায়েলি পক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট আটজন নিহত জিম্মির দেহ ফেরত দেওয়া হয়েছে।
রেড ক্রসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলও ৪৫ জন ফিলিস্তিনি নিহতের দেহ ফেরত দিয়েছে, যাদের মরদেহ এতদিন ইসরায়েলে সংরক্ষিত ছিল।
সোমবার প্রথম যে চার জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়, তাদের মধ্যে ছিলেন ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শরাবি (৫৩), গাই ইলুজ (২৬) এবং নেপালের নাগরিক বিপিন যোশি (২৩)।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েল উভয়েই সোমবার দুপুরের মধ্যে মোট ৪৮ জিম্মিকে হস্তান্তর করতে সম্মত হয়েছিল। তবে নিহতদের মরদেহ ফেরতে বিলম্ব হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, হামাস যদি ২৮ জিম্মির সব মরদেহ নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দেয়, তবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হবে।
ইসরায়েলি কর্মকর্তারা আরও জানান, হামাস চুক্তি ভঙ্গ করায় রাফাহ সীমান্ত খুলে দেওয়া ও মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, হামাসের দাবি—গাজার অভ্যন্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলার কারণে নিহত জিম্মিদের সব দেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত চুক্তির খসড়াতেও উল্লেখ ছিল, কিছু দেহ উদ্ধার ও হস্তান্তরে সময় লাগতে পারে।
এমবি এইচআর