৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Oct 15, 2025 - 10:25
 0  2
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

মেঘনাবার্তা প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ২৭ হাজার ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন, এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রীয় নির্বাচনে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। ভিপি পদে লড়ছেন ২৪ জন, জিএস পদে ২২ জন।

ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ফরমে পাঁচ পাতার ব্যালটে, এবং ফলাফল গণনা হবে মেশিনে। ভোট শেষ হলে ফলাফল প্রদর্শন করা হবে এলইডি স্ক্রিনে ব্যবসা অনুষদ ভবনে।

এবারের নির্বাচনে আলোচনায় থাকা প্যানেলগুলোর মধ্যে রয়েছে—
ছাত্রদল সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবিরের ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, বাম জোটের ‘বৈচিত্র্যের ঐক্য’, ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ‘দ্রোহ পর্ষদ’, ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’, ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’সহ আরও কয়েকটি জোট।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বহিরাগত প্রবেশ ঠেকাতে গেটে কড়া নজরদারি চলছে। মোতায়েন করা হয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ, ডিবি সদস্য ও বিশেষায়িত নিরাপত্তা টিম।

 এমবি/এসআর