মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান : আমিনুল হক

মেঘনাবার্তা প্রতিনিধি: উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সভায় তিনি বলেন, “দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অচিরেই তিনিও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।”
তিনি আরও আশ্বস্ত করেন, নিহত পরিবারের পাশে মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপি সর্বদা থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সহায়তা প্রদান করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, “সরকার ক্ষতিপূরণ দিয়ে যেন এই পরিবারগুলোকে ভুলে না যায়—সেদিকেও নজর রাখতে হবে।” তিনি জানান, তারারটেকে নির্মিতব্য সড়কটি তিন শিশুর নামে নামকরণের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রয়োজনে সিটি করপোরেশনে দরখাস্ত করা হবে বলেও জানান তিনি।
সভায় হাইকোর্টের রায় অনুযায়ী ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ও অন্যান্য মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হয়। নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সরকার কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি আদালতের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকাও এখনো পাননি তারা।
মতবিনিময় সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমবি/এসআর