ডিসেম্বরের মধ্যে বিচার কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের বাধা নেই: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুনের নির্দেশদাতা ও গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বাধা থাকবে না।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুনের নির্দেশদাতা ও গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বাধা থাকবে না। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবায়নে আইনি ভিত্তি ও নিশ্চয়তা মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত শুরু করেছে। আমরা দৃশ্যমানভাবে কিছু অগ্রগতি লক্ষ্য করছি।
তিনি বলেন, আমরা কখনোই বলিনি যে সব মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে এর মধ্যে ৫০ থেকে ১০০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি—যারা খুনের নির্দেশদাতা বা সরাসরি সম্পৃক্ত, যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে—তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে বলে আশা করছি।
এনসিপির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি নিজেদের নামেই নির্বাচন করবে। আমরা ‘শাপলা’ প্রতীকেই ভোটে অংশ নেওয়ার প্রত্যাশা করছি। এই প্রতীক নিয়ে কোনো আইনগত জটিলতা নেই, তাই আশা করছি শাপলা প্রতীকেই এনসিপি নির্বাচনে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুল রহমান বকুলসহ জামালপুরের স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে দুপুর ১২টার দিকে সারজিস আলম জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেলা পরিষদ হলরুমে এক সমন্বয় সভায় অংশ নেন।
এমবি এইচআর