শাহবাগ মোড়ে অবস্থানের আগেই শিক্ষকদের আটকে দিলো পুলিশ

মেঘনাবার্তা: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিনে শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা ব্যর্থ হলো। পুলিশ তাঁদের শাহবাগ মোড়ের আগে আটকিয়ে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার কিছু আগে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করে শিক্ষকদের সামনে চলে আসে। এর ফলে শিক্ষকরা শাহবাগ মোড়ে পৌঁছাতে না পারলেও ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষকরা এইভাবে তাদের দাবি তুলে ধরতে থাকেন।
এমবি/এসআর