হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে হানিয়া আমির, ভক্তদের উদ্বেগ

আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হিউস্টনের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Oct 15, 2025 - 15:33
 0  2
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে হানিয়া আমির, ভক্তদের উদ্বেগ

মেঘনাবার্তা বিনোদন ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। একটি আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হিউস্টনের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি প্রকাশিত হতেই দেশ-বিদেশের ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর হাসপাতালে শুয়ে থাকা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে নিস্তেজ অবস্থায় দেখা যায়।

তবে হানিয়ার অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি। তার টিম বা ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের উৎকণ্ঠা আরও বেড়েছে।

একজন ঘনিষ্ঠ সূত্র পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন,“পুরস্কার অনুষ্ঠানের ব্যস্ততা ও ভ্রমণজনিত ক্লান্তিতেই হানিয়ার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। এখন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।”

অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যে টুইটার (এক্স) ও ইনস্টাগ্রামে ভক্তরা পোস্ট দিতে শুরু করেছেন। #PrayForHaniaAamir হ্যাশট্যাগটি ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে পাকিস্তানসহ একাধিক দেশে।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে ১৯ মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকা। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়— যেখানে তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তার ভ্রমণ, ফটোশুট ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো।

ভক্তরা এখন একটাই অপেক্ষায় — হানিয়া যেন দ্রুত সুস্থ হয়ে পর্দায় ফেরেন আগের মতো হাসিখুশি মেজাজে।

এমবি/এসআর