চাকসুর ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

Oct 15, 2025 - 17:27
 0  2
চাকসুর ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

মেঘনাবার্তা প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ অক্টোবর) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চললেও, কেন্দ্রের ভেতরে অপেক্ষমাণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন জানিয়েছেন,“ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে। এখন ব্যালটগুলো পৃথক করে ডিনের কার্যালয়ে নেওয়া হবে। সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে।”

এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা চোখে পড়েছে। তবে কিছু কেন্দ্রের ভোটকেন্দ্রে অভিযোগ উঠেছে—সই ছাড়া ব্যালট পেপারে ভোট দেওয়া, অমোচনীয় কালি উঠে যাওয়ার মতো সমস্যা নিয়ে।

নির্বাচনে মোট ২৬টি কেন্দ্রীয় পদে ৪১৫ জন প্রার্থী লড়ছেন। সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন। এছাড়া ১৪টি হল সংসদে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন ৪৭৩ প্রার্থী, মোট পদ ১৯৬। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে ১০ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন।

ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও সমর্থকরা ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এমবি/এসআর