প্রায় আড়াই ঘণ্টা পর শাহবাগ মোড় ছাড়লেন শিক্ষকেরা, যান চলাচল শুরু
প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় থেকে সরে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় থেকে সরে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে তাঁরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা দেন। এর আগে দুপুর আড়াইটার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন, ফলে আশপাশের এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, সরকার থেকে বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তাঁরা এতে রাজি নন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা।
গত রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। কিন্তু পুলিশি বাধায় তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার বিকেলেও সচিবালয়ের উদ্দেশে মিছিল করলে পুলিশ হাইকোর্টের মাজারসংলগ্ন এলাকায় তা আটকে দেয়।
শিক্ষক-কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
-
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) হারে বাড়িভাড়া বৃদ্ধি,
-
শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা,
-
কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
আজ সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষক-কর্মচারীরা। দুপুরে তাঁরা মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান। পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা মোড়ে অবস্থান নেন এবং প্রায় আড়াই ঘণ্টা পর শান্তিপূর্ণভাবে শহীদ মিনারের দিকে ফিরে যান।
এমবি/টিআই