দাউদকান্দিতে মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে ডাকাত দলের হামলা, ব্যবসায়ী গুলিবিদ্ধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর প্লাবনভূমির মৎস্য চাষ প্রকল্পে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর প্লাবনভূমির মৎস্য চাষ প্রকল্পে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী অস্ত্রধারী একদল ডাকাত হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় গুলিতে আহত হন স্থানীয় ব্যবসায়ী আমির হোসেন (৪৮)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড–সংলগ্ন মৎস্য প্রকল্প কার্যালয়ে। আহত আমির হোসেন গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
মৎস্য প্রকল্পের ইজারাদার নুরু মিয়া জানান, সেদিন রাতে মাছ ধরার কাজ চলছিল। পাইকাররা নগদ টাকায় মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। দিবাগত রাত ৩টার দিকে ৮–১০ জন ডাকাত পিকআপ ভ্যানে করে এসে অস্ত্রের মুখে প্রকল্প কার্যালয়ে হামলা চালায়। এ সময় ৩০ জনের বেশি মৎস্যচাষি, ব্যবসায়ী ও শ্রমিক উপস্থিত ছিলেন। ডাকাতেরা তাঁদের মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যায় তারা।
প্রথমে আহত আমিরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, “ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রকল্প নিয়ে কারও সঙ্গে পূর্ববিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
এমবি/টিআই