শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

মেঘনাবার্তা প্রতিনিধি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় মূল বেতনের ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এ চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নির্দিষ্ট হারে বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এর আগে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছিল। তবে শিক্ষক সমাজ ও শিক্ষা মন্ত্রণালয়ের দাবি—এই পরিমাণ বর্তমান সময়ের ব্যয়ের তুলনায় একেবারেই অপ্রতুল।
চিঠিতে আরও বলা হয়,“মূল্যস্ফীতির প্রেক্ষিতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণের জন্য অনুরোধ করা হলো।”
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাব পাওয়ার পর অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার কক্ষে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত আছেন।
শিক্ষক মহলে এ প্রস্তাব ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পাবে কি না—তা নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।
এমবি/এসআর