টানা ১৬ জয়ে বিশ্বরেকর্ড: ফুটবলে ইতিহাস গড়ল মরক্কো

মেঘনাবার্তা প্রতিনিধি: বিশ্ব ফুটবলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আফ্রিকার গর্ব মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে নজর কেড়েছিল আশরাফ হাকিমি, ইয়াসিন বুনো, ব্রাহিম দিয়াজদের দল। এবার তারা গড়ল আরও এক অনন্য কীর্তি—টানা ১৬ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড, যা আগে ছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কঙ্গোর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের জয়ে ইতিহাস রচনা করে মরক্কো। ম্যাচের ৬৩তম মিনিটে একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নেসিরি। এই জয়ের মধ্য দিয়ে ‘ই’ গ্রুপে শতভাগ সাফল্য নিয়ে (৮ ম্যাচে ৮ জয়, ২৪ পয়েন্ট) শীর্ষে অবস্থান করছে তারা।
এর আগে স্পেন ২০০৮ থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত টানা ১৫ ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছিল। মরক্কো সেই রেকর্ড এক ম্যাচে ছাড়িয়ে গেছে। তাদের জয়যাত্রা শুরু হয় ২০২৪ সালের মার্চে মৌরিতানিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর। এরপর থেকে তারা জিতেছে বাছাইপর্বে ৭, আফ্রিকা কাপ অব নেশন্সে ৬ ও প্রীতি ম্যাচে ৩টি, মোট ১৬ ম্যাচ।
গত ১৯ মাসে মরক্কো প্রতিপক্ষের জালে ৫০ গোল দিয়েছে, আর হজম করেছে মাত্র ৪টি।
তুলনায়, স্পেন তাদের রেকর্ডযাত্রায় ৩৯ গোল দিয়েছিল এবং হজম করেছিল ২টি।
মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো বলেন,“এটা শুধু রেকর্ড নয়, আমাদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলার প্রতিফলন। আফ্রিকার ফুটবল এখন আর পিছিয়ে নেই।”
আর অধিনায়ক আশরাফ হাকিমির ভাষায়,“আমরা চাই এই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে আরও বড় কিছু করতে। আফ্রিকার পতাকা যেন গর্বের সঙ্গে উড়ে।”
আগামী মাসের ফিফা উইন্ডোতে মরক্কো প্রীতি ম্যাচ খেলবে, যেখানে এই রেকর্ড আরও বাড়ানোর সুযোগ তাদের সামনে। তবে এখনো প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।
এমবি/এসআর