ইউরোপের তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসল এনসিপি

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Oct 15, 2025 - 18:19
 0  2
ইউরোপের তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসল এনসিপি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এনসিপির প্রতিনিধি দল।

এনসিপির সূত্র জানায়, বৈঠকে দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপপ্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ।

আলোচনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ ও সংস্কার নিয়ে অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতরা এনসিপির পরবর্তী নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এমবি এইচআর