‘তুমি এভাবে নাচতে পারো না’ — মালাইকার নাচে আপত্তি ছেলের

মেঘনাবার্তা ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা আবারও আলোচনায়— এবার নিজের ছেলের মন্তব্যে। সদ্য মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার আইটেম গান ‘পয়জন বেবি’-তে নেচে দর্শক মাতালেও, তার ২২ বছর বয়সী ছেলে আরহান খান নাকি মায়ের নাচে খুশি নন!
এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন,“আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে, ‘তুমি এ রকমভাবে নাচতে পারো না!’”
অভিনেত্রী বলেন, আরহানের মন্তব্য শুনে তিনি অবাক হয়েছিলেন, তবে বিষয়টি নেহাতই মজার ছলে বলা বলেই মনে করেছেন। মালাইকার ভাষায়,“ও এমনভাবেই আমার সঙ্গে ঠাট্টা করে। মা–ছেলের মধ্যে এমন খুনসুটি সব সময়ই হয়।”
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেছিলেন আরহান
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময় মালাইকাকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সে সময়ও ছেলে আরহান খোলাখুলিভাবে মাকে নানা পরামর্শ দিয়েছিলেন। এমনকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,“মায়ের এই সম্পর্কের কারণে বন্ধুরা আমাকে নানা কথা শুনিয়েছে।”
তবু মা–ছেলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। মালাইকা জানিয়েছেন, আরহানও দারুণ নাচতে পারেন। বাড়িতে সময় পেলেই তারা একসঙ্গে নাচেন।“আমরা দু’জন ‘মুন্নি বদনাম হুই’ গানে নাচি। আমার নাচের জিনটা ও পেয়েছে। আমি ওর জন্য গর্বিত,” বলেন মালাইকা।
নেটিজেনরা যেমন মালাইকার ‘পয়জন বেবি’ নাচে মুগ্ধ, তেমনি মজার ছলে ছেলের এই মন্তব্যে রসিকতার ঢেউ উঠেছে অনলাইনে। কেউ কেউ বলছেন, “ছেলে মা’কে নিয়ে যতই ঠাট্টা করুক, নাচে মালাইকার জুড়ি মেলা ভার!”
এমবি/এসআর