চট্টগ্রামে ৫ মাসের শিশুকে অপহরণ, ১ লাখ ২০ হাজারে বিক্রি, নারী গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে অপহরণের পর এক লাখ ২০ হাজার টাকায় বিক্রির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং এক নারীকে গ্রেপ্তার করেছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে অপহরণের পর এক লাখ ২০ হাজার টাকায় বিক্রির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং এক নারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকেলে চন্দনাইশ উপজেলার মুরদাবাদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তার রোবাইদা সুলতানা তানজু ওই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, গত রবিবার দুপুরে শিশুটির প্রতিবেশী রিদুয়ান বেড়াতে নেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি এবং মোবাইল ফোন বন্ধ করে দেন। শিশুটির বাবা বাঁশখালী থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুর অবস্থান শনাক্ত করা হয়।
পরে চন্দনাইশ থানার পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ক্রেতা তানজুকে গ্রেপ্তার করে। শিশুটিকে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে।
উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক রিদুয়ানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমবি এইচআর