কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন
বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৯ জন বন্দি মুক্তি পেয়েছেন।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৯ জন বন্দি মুক্তি পেয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা বিদ্রোহে দায়ের হওয়া বিস্ফোরক মামলায় সাজাপ্রাপ্ত ৯ জন বন্দির জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, একই মামলায় আরও চারজনের জামিনের কাগজপত্র কারাগারে এসেছে। সেগুলো যাচাইয়ের পর কাগজপত্রে কোনো ত্রুটি না থাকলে বিকেলের মধ্যেই তাঁদেরও মুক্তি দেওয়া হবে।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ভয়াবহ বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর এ ঘটনায় পৃথকভাবে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়, যা দেশের ইতিহাসে অন্যতম দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় রূপ নেয়।
এমবি/টিআই