স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের অবস্থান

Oct 15, 2025 - 15:12
 0  2
স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের অবস্থান

মেঘনাবার্তা: ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ পালন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগ মোড়ের চারপাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। তারা প্রধানত দাবি করছেন:

  • মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি,

  • ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রজ্ঞাপন,

  • কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপন।

ঢাকার এক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,“আমাদের আন্দোলন দীর্ঘমেয়াদি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করবেন না। এই দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাব।”

গতকালের ঘটনা: শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে সোমবার সচিবালয়ে মুখো মার্চ টু সচিবালয়ের আয়োজন করা হয়। তবে পুলিশ সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অবস্থানরত শিক্ষকরা রাতভর শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। শিক্ষক সংগঠনের নেতা মাইনুল ইসলাম বলেন,“সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। আমরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি করছি।”

দেশব্যাপী কর্মবিরতি: সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ইতিমধ্যেই পাঠদান বন্ধ রেখেছেন। তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। শিক্ষকরা বিদ্যালয়ের আঙিনা, লাউঞ্জ বা অফিসকক্ষে বসেই অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট করেছেন। এ বিষয়ে শিক্ষক সংগঠনের এক সিনিয়র নেতা বলেন,“আমরা চাই এই আন্দোলন সর্বাত্মক হোক। শিক্ষকরা এককভাবে নয়, সমগ্র দেশজুড়ে একযোগে আমাদের দাবির প্রতি জোর দিচ্ছি।”

শাহবাগে অবরোধ ও স্লোগান কর্মসূচি চলতে থাকায় রাজধানীর যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

শিক্ষকদের এই আন্দোলন এখন জাতীয় পর্যায়ে নজর কাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা এই দাবি মেনে নেওয়া না হলে অবরোধ চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সরকারের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এমবি/এসআর