রোনালদোর রেকর্ড জোড়া গোলেও জয় হয়নি পর্তুগালের

মেঘনাবার্তা প্রতিনিধি: ক্রিস্তিয়ানো রোনালদো আবারও ইতিহাস গড়লেন। ৪০ বছর বয়সে বিশ্বকাপ বাছাইপর্বে দুই গোল করে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড স্থাপন করেছেন সিআর সেভেন। তবে তার জোড়া গোলের রাতটি শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি— হাঙ্গেরির সঙ্গে পর্তুগালের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।
ম্যাচের অষ্টম মিনিটে হাঙ্গেরি এগিয়ে যায় আতিলা স্যালাইয়ের গোলে। তবে ১৪ মিনিট পর রোনালদো নেলসন সেমেদোর পাস থেকে সমতা ফিরিয়ে আনেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে নুনো মেন্দেসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল জয়ের সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি। রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৯১তম মিনিটে হাঙ্গেরির দমিনিক সোবোসলাই সমতা ফিরিয়ে দেন।
এই ড্রয়ের ফলে ২০২৫ নেশনস লিগজয়ী পর্তুগালের ছয় ম্যাচের জয়শ্রেণি থেমে গেল। তবে তারা এখনো গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে। রোনালদোর বিশ্বকাপ বাছাই গোল সংখ্যা এখন ৪১, যা ইতিহাসে সর্বোচ্চ।
এমবি/এসআর