মুন্সিগঞ্জে অস্ত্র প্রশিক্ষণ ভিডিওর মূলহোতা রাসেলসহ গ্রেফতার ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় আলোচিত রাসেল–ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Oct 15, 2025 - 14:38
 0  3
মুন্সিগঞ্জে অস্ত্র প্রশিক্ষণ ভিডিওর মূলহোতা রাসেলসহ গ্রেফতার ৩
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় আলোচিত রাসেল–ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন—শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) এবং তারেক খান (৩০)।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন যুবক অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। তদন্তে জানা যায়, ভিডিওটির স্থান শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুরপাড় এলাকায় এবং এতে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে রাসেল হাওলাদার ওরফে “ম্যাগনেট রাসেল” এবং তার সহযোগীরা রয়েছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনায় অন্য যেসব ব্যক্তি জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—বাঘড়া এলাকায় চার যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে লক্ষ্যভেদ প্রশিক্ষণ নিচ্ছেন। ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে রাসেল ও ফয়সালের পাশাপাশি আহির (মথুরাপাড়া) ও অর্পণ (শ্রীনগর) নামে আরও দুজনকে চিহ্নিত করেছে পুলিশ।

এমবি এইচআর