পূজা দেখতে গিয়ে নিখোঁজ, ১৭ দিনেও খোঁজ মেলেনি আদুরি রানীর

গাইবান্ধার সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ হওয়া আদুরি রানী (১৫)-এর খোঁজ মিলছে না ১৭ দিনেও।

Oct 15, 2025 - 15:39
 0  2
পূজা দেখতে গিয়ে নিখোঁজ, ১৭ দিনেও খোঁজ মেলেনি আদুরি রানীর

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাইবান্ধার সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ হওয়া আদুরি রানী (১৫)-এর খোঁজ মিলছে না ১৭ দিনেও। মেয়ের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁর বাবা-মা ও স্বজনেরা।

নিখোঁজ আদুরী রানী সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের ঠেঙ্গামারা পালপাড়া গ্রামের সুবল চন্দ্র দাসের মেয়ে। তিনি ঘাঘোয়া রুপার বাজার মাতৃভাষা মডেল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় শিপুল মিয়া (১৯) নামে এক যুবক আদুরীকে উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা দেখতে দাড়িয়াপুর মন্দিরে যাওয়ার পথে কয়েকজন বখাটে জোরপূর্বক তাঁকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন ১ অক্টোবর আদুরীর বাবা গাইবান্ধা সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

আদুরীর বাবা সুবল চন্দ্র দাস বলেন, “১৭ দিন ধরে মেয়েকে খুঁজছি। কোথাও পাইনি। আমি শুধু আমার মেয়েকে জীবিত ফেরত চাই।”
মা ধলি রানী জানান, “মেয়ের জন্য খাওয়া-দাওয়া বন্ধ। সারাক্ষণ মেয়ের কথা ভাবি। কিন্তু কোনো খবর নেই।”

ঘটনার পর থেকে অভিযুক্ত শিপুল মিয়াসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানান স্থানীয়রা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, “নিখোঁজ আদুরীকে উদ্ধারে অভিযান চলছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মেয়েটিকে উদ্ধার করা হবে।”

এমবি/টিআই