৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে, তারাই শোষণ করেছে: শামীম সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, গত ৫৪ বছরে যারা এই দেশে ক্ষমতায় এসেছে, তারাই জনগণকে শোষণ, নির্যাতন ও নিপীড়ন করেছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, গত ৫৪ বছরে যারা এই দেশে ক্ষমতায় এসেছে, তারাই জনগণকে শোষণ, নির্যাতন ও নিপীড়ন করেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম সাঈদী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ দেশ শান্তি ও স্বস্তির পরিবেশে ফিরে এসেছে। ৫৪ বছর আগে সোনার বাংলা গড়ার যে স্বপ্নে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার প্রকৃত সুফল জনগণ এখনো ভোগ করতে পারেনি।
তিনি বলেন, “আমরা পিআর পদ্ধতি চাই, কিন্তু কেউ কেউ মনে করছেন আমরা নির্বাচন বানচাল করতে চাই। আসলে তা নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। এ পর্যন্ত কোনো দলই ৩০০ আসনে প্রার্থী দিতে পারেনি, একমাত্র জামায়াত ছাড়া।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯৫ সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল। তখনকার শাসক দল তা বুঝতে চায়নি। কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমেই সেটি সংবিধানে সংযোজিত হয়েছিল। একইভাবে আজ পিআর পদ্ধতি নিয়েও অনেকে অজ্ঞতার পরিচয় দিচ্ছে। এটি বুঝতে হবে, জানতে হবে।”
শামীম সাঈদী অভিযোগ করেন, “আজ আমি নীলতি গ্রামে গিয়েছিলাম, সেখানে কিছু ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমার প্রোগ্রামে আসতে বাধা দিয়েছে। নির্বাচন শুরুই হয়নি, এখন থেকেই পেশিশক্তির ব্যবহার ও টাকার ছড়াছড়ি শুরু হয়েছে।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে, সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চায় বলেই পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই।”
মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি এইচআর