ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করলেন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৫৪১(১) ধারা এবং The Prisons Act, 1894 (IX of 1894)-এর ধারা (বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকের ‘এমইএস’ বিল্ডিং নম্বর-৫৪ কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমবি এইচআর